কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে যে কোন বিষয়ে সহায়তা করবে অমিত শাহ
আগরতলা, Dec 21, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
উত্তর পূর্বাঞ্চলকে আরো সমৃদ্ধির স্বপ্ন পূরণ করতে শুরু হয় উত্তর-পূর্ব পরিষদের ৭২ তম প্লেনারী সেশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এন ই সি এর চেয়ারম্যান অমিত শাহ র পৌরহিত্যে রাজধানীর প্রজ্ঞা ভবনে ৭২ তম প্লেনারি কমিটির অধিবেশন শুরু হয় শনিবার থেকে। উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করার লক্ষ্যমাত্রা নিয়ে এই অধিবেশনের আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন ডোনার মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ উত্তর পূর্বাঞ্চলের সকল রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীগন সহ উচ্চপদস্থ আধিকারিকরা। এই অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর-পূর্ব ভারতে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। উত্তর-পূর্ব ভারতের প্রকৃত উন্নয়ন ছাড়া গোটা দেশের উন্নয়ন সম্ভব নয় তাই বিশেষ গুরুত্ব দিয়ে উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে এই সরকার।ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যের মধ্যে অর্গানিক সার্টিফিকেশন ল্যাব তৈরি করার চিন্তাভাবনা গ্রহণ করেছেন। এবং এই ল্যাবের তৈরি করা বিভিন্ন সামগ্রী দুটি কো-অপারেটিভ ব্রাঞ্চের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বাজারে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, উত্তর পূর্বাঞ্চলে সমগ্র রাজ্যের উন্নয়নের জন্য এক বিশেষ উদ্যোগ হল মিশন পাম্প অয়েল। এবং এর মাধ্যমে জনগণ আত্মনির্ভর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের সুরক্ষার কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সংবিধানের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির সম্পত্তি ও সম্মান রক্ষা করার অধিকার দেওয়া হয়েছে। তাই এখন সময় এসে গেছে উত্তর পূর্বাঞ্চলের দিশায় পরিবর্তন করার। তাই এখন উত্তর পূর্বাঞ্চলের পুলিশদেরকে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে জানান দিতে হবে প্রত্যেকটা নাগরিককে আরো অনেক বেশি সুরক্ষা করার জন্য। তাই উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটা রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে তিনি আহ্বান রাখেন সেই বিষয়ে নজর রাখার জন্য।উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের গ্রহণ করে চলছে একের পর এক। তবে উত্তর পূর্বাঞ্চল কে আগামী দিন আরও অনেক বেশি উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য ৭২ তম প্লেয়ারই অধিবেশন কে সামনে রেখে আরো নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে সরকার। আর তাতে করে উপকৃত হবে সাধারণ জনগণ। অন্যদিকে এ দিনের বৈঠকে আগামী দিনের জন্য সেই রূপটা তৈরি করা হয় কিভাবে উত্তর-পূর্ব ভারতের প্রত্যেকটি রাজ্যের সামগ্রিক উন্নয়ন করা সম্ভব হয়।